খুশির ঈদ: দেশ ও জাতির কল্যাণ কামনা
Comments are closedরাজধানী জুড়ে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে, বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও মুসলিম দেশগুলোর কূটনীতিকেরা। ঢল নামে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরও। পরে রাষ্ট্রপতির পক্ষ থেকে সমবেত মুসল্লিসহ দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব এবং ঈদগাহ ময়দানের ঈমাম মাওলানা জালালুদ্দিন আল কাদেরি। বৃষ্টির কারনে সামান্য বিড়ম্বনার সৃষ্টি হলেও পূর্ব নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয় ঈদের জামায়াত। পরে খুতবায় পবিত্র ঈদের মর্যাদা তুলে ধরেন ঈমাম জালালুদ্দিন আল কাদেরি। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করা হয়। সেই সঙ্গে সন্ত্রাস-হানাহানি,জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ প্রার্থণা ও মহান আল্লাহ পাকের রহমত কামনা করা হয়। সবশেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।