গাজীপুর মেয়র এম এ মান্নান বরখাস্ত
Comments are closedনাশকতার মামলায় কারাবন্দি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, মান্নানের বিরুদ্ধে জেলার জয়দেবপুর থানায় ফৌজদারি মামলা থাকায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নানকে গত ১১ ফেব্রুয়ারি বারিধারার থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, সিলেটের আরিফুল হক চৌধুরী এবং রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করা হয়।