গুয়াতেমালায় আটক ১৭ বাংরাদেশী
Comments are closedগুয়াতেমালা থেকে ১৭ বাংলাদেশিসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, আটককৃতরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিল। দেশটির পুলিশের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য মানবপাচারের খবর পেয়ে পুলিশ গুয়াতেমালা সিটিতে অভিযান চালিয়ে একটি বাস থেকে ৩৩ জনকে আটক করে। এদের মধ্যে বাংরাদেশী ১৭ জন ছাড়াও ১৬ জন রয়েছে নেপালের। এর আগে গত আগস্টে দেশটি থেকে ২০ অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যেও ৭জন বাংলাদেশি নাগরিক ছিল।