গ্রিসের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে মেসিডোনিয়া
Comments are closedশরণার্থীদের প্রবেশ ঠেকাতে গ্রিসের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে মেসিডোনিয়া। এরইমধ্যে বলকান দেশগুলোর মধ্য দিয়ে উত্তর ইউরোপে যাওয়ার প্রধান পথটি বন্ধ করে দেয়া হচ্ছে। অভিবাসী গমন বন্ধে স্লোভেনিয়ার নিষেধাজ্ঞা জারির পরপরই মেসিডোনিয়ার গ্রিক সীমান্ত বন্ধের এ ঘোষণা এল। আকস্মিক এ ঘোষণায় বিপাকে পড়েছেন, গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকে-পড়া প্রায় ১৩ হাজার শরণার্থী। মেসিডোনিয়ার পাশাপাশি সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়ে সারাদেশে সংকট-জনক পরিস্থিতির ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। আর ইইউ’র চাপ থাকা স্বত্ত্বেও শরণার্থীদের সংঘাতপূর্ণ দেশে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছে তুরস্ক।