গ্রিসে গণভোট কাল
Comments are closedইউরো জোনে থাকা না থাকা নিয়ে গ্রিসে আগামীকাল গণভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দেশটিতে ভোটের পক্ষে ও বিপক্ষে সমর্থনকারীরা সমাবেশ করেছে। তবে বিভিন্ন জরিপ বলছে, ইউরো জোনে থাকার পক্ষেই সমর্থন বেশী রয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস তার সমর্থকদের আন্তর্জাতিক ঋণদাতাদের শর্তের ওপর গণভোটে না ভোট দেয়ার আহবান জানিয়েছেন। এর আগে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা হুঁশিয়ারি দেন যে গ্রীসের জনগণ যদি ‘না’ ভোট দেবার মাধ্যমে ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে গ্রীসকে ইউ থেকে বের করে দেয়া হবে।