গ্রিস উপকূলে শরনার্থীবাহী নৌকা ডুবিতে নিহত ২২
Comments are closedগ্রিস উপকূলে শরনার্থীবাহী একটি নৌকা ডুবিতে এপর্যন্ত শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। এতে নিখোঁজ হয়েছে আরও ৩৫ জন। তুরস্ক থেকে পার্শবর্তী দেশ গ্রিসে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১৩৮ জনকে জীবিত উদ্ধার করে গ্রিসের কোস্ট গার্ড। নৌকাডুবির এই ঘটনাকে চলতি সপ্তাহে সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন দেশটি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-U N H C R এর তথ্য মতে, এ বছর প্রায় ৭ লাখ অভিবাসন প্রত্যাশী ইউরোপে পৌঁছেছে।