গ্রিস থেকে তুরস্কে শরণার্থী পাঠানো প্রক্রিয়া শুরু
Comments are closedবিভিন্ন মহলের নানা সমলোচনা ও পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি সত্ত্বেও গ্রিসে থাকা শরণার্থীদের তুরস্কে পাঠানোর পক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের চুক্তি অনুযায়ী, সোম থেকে বুধবার প্রথম দফায় গ্রিসের লেসবস দ্বীপ থেকে তুরস্কে ৭৫০ জন শরণার্থীকে পাঠানোর কথা। শুরু থেকেই এ বিতর্কিত চুক্তি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের আপত্তি জানিয়েছে। চুক্তি অনুযায়ী, সাগর পাড়ি দিয়ে যে শরণার্থীরা ইইউর সদস্যদেশে গ্রিসে প্রবেশ করেছে, তাদের গ্রহণ করবে তুরস্ক।