চরাঞ্চলের উন্নয়নে কাজ করার আহবান গভর্নরের
Comments are closedচরাঞ্চলের উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান । শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে তিনি বলেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় চরবাসী শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে। তবে সুচিন্তিত কৌশল গ্রহণের মাধ্যমে এসব জনগোষ্ঠীর জীবনমান বাড়ানো সম্ভব বলেও মনে করেন তিনি। যেসব প্রতিষ্ঠান চরাঞ্চলের উন্নয়নে কাজ করবে, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে তারা অগ্রাধিকার পাবে বলেও জানান ড. আতিউর রহমান।