চাদপুরে ট্যাংক লরি বিষ্ফোরণ- দগ্ধ ২০
Comments are closedচাঁদপুরে ট্যাংক লরি বিস্ফারণে ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধদের মধ্যে বেশীরভাগের অবস্থাই আশঙ্কাজনক। বুধবার রাতে বঙ্গবন্ধু সড়ক এলাকায় একটি লরি থেকে গোডাউনে তেল তোলার সময় হঠাৎই তাতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কিন্তু ততক্ষণে পুড়ে যায় সবকিছু। দগ্ধ হন অন্তত ২০ জন।