চেন্নাইয়ে আবারও বৃষ্টি, পুণরায় বন্যার আশংকা
Comments are closedবন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হতে না হতেই ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে ফের হানা দিয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিন এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে, বন্যার কারণে চেন্নাইয়ে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটি আজ খোলার কথা থাকলেও নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় তা নিয়েও সংশয়ে বিমান কর্তৃপক্ষ। টানা বৃষ্টির কারণে বন্যায় চেন্নাইয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে।