চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি চেলসি-পিএসজি
Comments are closedউয়েফা চ্যাম্পিয়নস লিগে রাত ১১ টায় শেষ ষোলোর ফিরতি পর্বে রাশিয়ার জেনিথ সেন্ট পিটার্সবার্গের মুখোমুখি হবে পর্তুগোলের ক্লাব বেনফিকা। অন্যম্যাচে, রাত পৌনে ২টায় স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে লড়বে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন-পিএসজি। দুটি খেলাই সরাসরি দেখাবে টেন অ্যাকশন। এর আগে, প্রথম লেগে নিজেদের মাঠে ব্লুজদের ২-১ হারিয়ে শেষ আটের পথে এক ধাপ এগিয়ে রয়েছে পিএসজি।