ছাত্রলীগকে ত্যাগের আদর্শে কাজ করার নির্দেশ
Comments are closedভোগ নয়,ত্যাগের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই নির্দেশ দেন তিনি। এর আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন কমিটির সদস্যরা। আগামীর পথচলায় শিক্ষক ও ছাত্র সমাজের সহযোগিতা চান ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। বলেন,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করাই হবে তাদের প্রধান কাজ। এসময় তাদের সঙ্গে ছিলেন সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক। পরে মধুর ক্যান্টিনে তাদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রী এবং রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী নেতা-কর্মীরা।