ছাত্রলীগ কর্মী হত্যায় প্রণজিৎ’এর রিমান্ড
Comments are closedসিলেটে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যার ঘটনায় প্রধান আসামি প্রণজিৎ দাসকে দু’দিনের রিমাণ্ড দিয়েছে আদালত। সকালে একই মামলার আরেক আসামি আঙ্গুর মিয়াকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলার ৫ আসামির মধ্যে ২ জনকে আটক করা হল। সিলেটে মদন মোহন কলেজে কথা কাটাকাটির জেরে বুধবার ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে মারা যান সংগঠনের কর্মী ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী।