ছাত্রী ধর্ষনের দায়ে পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড
Comments are closedছাত্রী ধর্ষণের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। দুপুরে ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন এ রায় দেন। এর আগে গত ১০ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে একই বিচারক রায়ের জন্য এ দিন ধার্য করেন। আসামি পরিমল জয়ধর মামলার শুরু থেকে কারাগারে আটক রয়েছেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালে প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে পরিমল।