ছিটমহলে জনগণনা শুরু
Comments are closedভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২ ছিটমহলে যৌথ জরিপ কার্যক্রম শুরু হয়েছে। ১৬ জুলাই পর্যন্ত দুই দেশের প্রতিনিধিদের নিয়ে ৭৫টি যৌথ দল এ জনগণনা করবে। ভারতের ভিতরে থাকা ছিটমহলে গণনা করবে ২৫টি দল। আর বাংলাদেশে থাকা ছিটমহলে গণনা করবে ৫০টি দল। জনগণনার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই।