ছোট ফরমেটে বাংলাদেশ খুব ভালো দল: দ্রাবির
Comments are closedছোট ফরমেটে বাংলাদেশ বর্তমান সময়ে খুব ভালো দল বলে মনে করেন ভারত অনুর্ধ্ব ১৯ দলের কোচ ও সাবেক ভারত দলপতি রাহুল দ্রাবির। সকালে মিরপুরের হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের তিনি একথা বলেন। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত ফাইনালে খেলার সঠিক পথেই রয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।