ছয় পরাশক্তির পরমাণু চুক্তি বিশ্বে যুদ্ধ ডেকে আনবে: নেতানিয়াহু
Comments are closedপরমানু ইস্যুতে ইরানের সঙ্গে হওয়া ৬ দেশের চুক্তির বিরোধিতায় সরাসরি মাঠে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইহুদিদের সঙ্গে লবিং শুরু করেছেন। ১৪ই জুলাই স্বাক্ষরিত ওই চুক্তি ইরানকে পরমানু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে পারবে না বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। এছাড়া পরমাণু চুক্তি বিশ্বে যুদ্ধ ডেকে আনবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, ইরান এবং ওই চুক্তি বিশ্ব শান্তির জন্য হুমকি উল্লেখ করে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভও হয়েছে।