জঙ্গি তৎপতার অভিযোগে সিঙ্গাপুরে ১৩ বাংলাদেশী আটক
Comments are closedশ্রমিক হিসেবে বিদেশে গেলেও পরে অন্যদের প্ররোচনায় জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ছেন কিছু বাংলাদেশী নাগরিক। সম্প্রতি সিঙ্গাপুরে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এমন ১৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। যাদের মধ্যে, পাঁচ জনকে ফেরত পাঠানো হয়েছে দেশে। বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম জানান, ২০০৭ সালে সিঙ্গাপুরে যান অভিযুক্তরা। দেশে থাকাকালীন তাদের কেউই কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল না বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।