জন বোয়েনারের পদত্যাগের ঘোষণা
Comments are closedদলের ভেতরে রক্ষণশীলদের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার। অক্টোবরের শেষে পদত্যাগ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বোয়েনারের এই সিদ্ধান্তে ঝাঁকুনি খেয়েছে ক্যাপিটল হিল, একইসঙ্গে কংগ্রেসে দলীয় ‘দ্বন্দ্বের’ প্রকাশ ঘটেছে। ২০১১ সালে দায়িত্ব নেয়ার পর থেকেই চাপের মুখে ছিলেন বোয়েনার। বোয়েনারের এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।