জাতিসংঘ উচ্চ পর্যায়ের প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Comments are closedজাতিসংঘের একটি প্যানেলে সদস্য হওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গতকাল রাতে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে ওই প্যানেলের সদস্য হওয়ার প্রস্তাব জানান। এসময় প্রধানমন্ত্রী তার সম্মতির কথা জানান। ফোনালাপে বান কিং মুন জানান, ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার-নামে একটি প্যানেল করতে যাচ্ছে জাতিসংঘ। এছাড়া, আগামী জুন মাসে জাতিসংঘে পুলিশের একটি সম্মেলনে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল পাঠাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বান কি মুন। অন্যদিকে, আগামী ডিসেম্বরে ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক সম্মেলনে অংশ নিতে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।