জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৮ টায়
Comments are closedরাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে জামাতের সকল প্রস্তুতি শেষ হয়েছে। বৃষ্টিতে মুসল্লিদের যেন ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য প্রায় ২ লাখ ৫৮ হাজার বর্গফুট স্থান জুড়ে বাঁশের কাঠামোর উপর ত্রিপল ও সামিয়ানা টাঙ্গানো হয়েছে। পুরো ঈদগাহ মাঠ ও এর আশেপাশের এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনীতিকদের পাশাপাশি হাজারো মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫ টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত হবে সকাল ৭ টায়। আর, সকাল ৮ টা, ৯ টা, ১০ টা ও ১০টা ৪৫ মিনিটে বাকী ৪ টি জামাত অনুষ্ঠিত হবে।