জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তির দাবি শিক্ষকদের
Comments are closedবেতন বৃদ্ধি ও জাতীয় স্কেলে বেসরকারী শিক্ষক কর্মচারীদের অর্ন্তভূক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, দাবি আদায়ে প্রয়োজনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। একই দাবিতে, আগামী ৮ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে রাজধানীতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এছাড়া, ১০ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় ও ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান তারা।