জাতীয় বেতন স্কেলে ক্ষোভ শিক্ষকদের
Comments are closedশিক্ষকদের দাবি ও অবমাননার বিষয়টি আমলে না নিয়ে জাতীয় বেতন কাঠামো ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দাবির সমর্থনে সকাল থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাশ পরীক্ষা বন্ধ রেখেছেন তারা। করেছেন প্রতিবাদ র্যালী। এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের অভিযোগ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয় চিন্তা না করেই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং বাতিল করা হয়েছে সিলেকশন গ্রেড।