জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে: মাহবুবুল আলম হানিফ
Comments are closedঅচিরেই জামায়াতকে নিষিদ্ধ দেখতে পাবে জাতি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। আর বাহাত্তরের তালিকা ধরে সব যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিলেন। জাতিকে কলঙ্কমুক্ত করতে সেই সাড়ে ১২ হাজার যুদ্ধাপরাধীর বিচার করে ফাঁসি দেয়া উচিত।