জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১০ম বার্ষিকী আজ
Comments are closedগাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১০ম বার্ষিকী আজ । ২০০৫ সালের এ দিন সকালে জেলা আইনজীবী সমিতির হলরুমে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবী, চার বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হন। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরও একজন আইনজীবী মারা যান। এ উপলক্ষে এবারও সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিহত ও আহতের ঘটনায় পুলিশ প্রথমে তিনটি মামলা করে। পরে গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেএমবির সদস্যদের গ্রেনেড, গ্রেনেড তৈরির উপকরণ, জেহাদি বই ইত্যাদি উদ্ধার করে সর্বমোট ২১টি মামলা দায়ের করে পুলিশ।