জেল হত্যা দিবসের সমাবেশে কঠোর নিরাপত্তা
Comments are closedজেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই সমাবেশস্থলের চারপাশে পুলিশ, র্যাব বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়ছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।