জ্বালানী ব্যবস্থাপনার উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ
Comments are closedজ্বালানী ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-ডব্লিউইএফ। ১২৬টি দেশ নিয়ে জেনেভাভিত্তিক এই সংস্থাটির জ্বালানিবিষয়ক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে উল্লেখ করা হয়, বৈশ্বিক জ্বালানি সূচকে সাত ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১শ ৬তম। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ গড়ে প্রতিদিন সাড়ে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে,যা দেশটির দুই-তৃতীয়াংশ মানুষকে বিদ্যুতের আওতায় আনতে সক্ষম। তালিকার শীর্ষে আছে সুইজারল্যান্ড। এরপরের অবস্থানে নরওয়ে।