জয়পুরহাটের আহত চেয়ারম্যানের মৃত্যু
Comments are closedজয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় আহত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ. কে. আজাদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জেলার সদর উপজেলার ভাদশা ইউনিয়নের ২য় ধাপে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। গেল ৪ জুন রাতে তাকে কুপিয়ে ও গুলি করে আহত করে দুর্ব্ত্তৃরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।