ঝুলে আছে ১১ লাখ শিক্ষার্থীর ভাগ্য
Comments are closedবিভিন্ন কলেজের জন্য একাদশ শ্রেণিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। ফলে ৩ দিন ধরে ঝুলে আছে ২০১৩ ও ২০১৪ সালে পাস করা মোট সাড়ে ১১ লাখ শিক্ষার্থীর ভাগ্য। ফলাফল পাওয়া যাবে www.xiclassadmission.gov.bd এই ঠিকানায়। প্রথম তালিকায় যাদের নাম বাদ পড়বে তাদের জন্য দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ বিলম্বিত হওয়ায় কলেজে শিক্ষার্থী ভর্তির সময় অন্তত একদিন বাড়ানো হবে বলে জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।