টাঙ্গাইলে ১১টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে
Comments are closedটাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে। সকাল আটটা থেকে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন চলবে বিকেল চারটা পর্যন্ত। সীমানা সংক্রান্ত কারনে উচ্চ আদালত ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেন। ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫৯ প্রার্থী। এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১৯ ও সাধারণ ওয়ার্ডে ৪৪৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ১১ ইউনিয়নে মোট ভোটার ২২ লাখ ৯৬২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১০টি।