টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি প্রকাশ
Comments are closedটি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি। তবে বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না বাংলাদেশের। প্লে-অফ বা প্রথম রাউন্ডে ৯ই মার্চ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। দুই দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সবশেষ ১৩ই মার্চ ওমানের সঙ্গে খেলবে টাইগাররা। এই ম্যাচটিও হবে ৮টায়। সবগুলো ম্যাচই হবে ধর্মশালাতে। প্লে-অফ বা প্রথম রাউন্ড পার হতে পারলেই মূল পর্বে উঠবে বাংলাদেশ।