টেনিসের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ মারিয়া শারাপোভা
Comments are closedবোমা ফাটানোর মত এক তথ্য দিলের টেনিসের গ্ল্যামার গার্ল রাশিয়ার মারিয়া শারাপোভা। হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে জানান, অস্ট্রেলিয়ান ওপেনের ড্রাগ পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। শারীরিক অসুস্থতার জন্যই গত দশ বছর মেলডোনিয়াম নামক ড্রাগ নিতেন তিনি। কিন্তু এই বছরের শুরু থেকেই সেই ড্রাগ নিষিদ্ধ করা হয়। যেটার সম্বন্ধে জানতেন না সাবেক এই উইম্বলডন চ্যাম্পিয়ন। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে আপাতত টেনিসের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১২ই মার্চের পর আবারও নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।