টেস্ট জিততে দুই বিভাগেই ভাল করতে হবে: তামিম
Comments are closedমিরপুর টেস্টে জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই ভাল করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেস্ট দলের সহ অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার দুপুরে শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। তবে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। আর, অনুশীলন শেষে সাউথ আফ্রিকার পেসার মরনে মরকেলও জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন। আগামী ৩০ শে জুলাই সিরিজের ২য় ও শেষ টেস্টে হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে এই দুই দল। খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।