ঠাকুরগাঁও শত্রুমুক্ত দিবস আজ
Comments are closedআজ ৩ ডিসেম্বর। এই দিনে মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাদের পরাজিত করে ঠাকুরগাঁও মহকুমা শত্রুমুক্ত করে। কিন্তু এরই মধ্যে ৯ মাসের যুদ্ধে শহীদ হন ঠাকুরগাঁওয়ের প্রায় ২৫ হাজার মানুষ। ৭১`র ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর এ এলাকার মানুষও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দুর্বার প্রতিরোধে আজকেই এই দিনে বিজয়ের বেশে ঠাকুরগাঁও প্রবেশ করে মিত্রবাহিনী। ঠাকুরগাঁও হতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রায় এক হাজার ৬শ জন। তার মধ্যে মুক্তিযুদ্ধে শহীদ হন ২০০ জন। এখন পর্যন্ত ভাতা পাচ্ছেন এক হাজার ৪০২ মুক্তিযোদ্ধা। জেলায় গণকবরের সংখ্যা আনুমানিক ১৫টি। স্বাধীনতার ৪৪ বছরেও ঠাকুরগাঁওয়ের বদ্ধভূমিগুলো আজও চিহ্নিতকরণ করা হয়নি। যে গুলো চিহ্নিত হয়েছে সেগুলো অবহেলা আর অযত্নে পড়ে আছে। এগুলো সংস্কার, সংরক্ষণ এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধারা।