ডিগ্রির ফল প্রকাশ, পাস করেছে ১০৮৩৫৭ শিক্ষার্থী
Comments are closedজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ আট হাজার ৩৫৭ জন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ। ফলাফল পাওয়া যাচ্ছে www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইটে। এছাড়া, এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল। সেজন্য মেসেজ অপশনে গিয়ে nu স্পেস deg স্পেস Roll No লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি এসএসএসে পেয়ে যাবেন ফলাফল।