ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের পর্যটন বিষয়ক সম্মেলন
Comments are closed
আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় জাতিসংঘের পর্যটন বিষয়ক সংগঠন- ইউএনডব্লিউটিও এর ২৯তম সিএপি-সিএসএ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত সংস্থার ২৮তম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, এসব সম্মেলন আয়োজন করার মধ্যদিয়ে বাংলাকে নতুনভাবে দেখবে বিশ্ববাসী। চলমান এ সম্মেলনে অংশ নিতে জাপানে অবস্থান করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।