ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
Comments are closedঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু। বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে ১২ ডিসেম্বর তিন দিনের সফরে আসছেন বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ সফরকালে তিনি ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা’ বিষয়ের ওপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩ ডিসেম্বর বক্তৃতা প্রদান করবেন। এ ছাড়া তিনি ‘সামষ্টিক স্থিতিশীলতা, ব্যক্তি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ, গ্রামীণ অর্থনীতির চিত্র দেখতে মাঠপর্যায়ে ভ্রমন করবেন। ১৫ ডিসেম্ব সন্ধ্যায় ঢাকা সফর শেষে ভারতের উদ্দেশে রওনা হবেন বিশ্বব্যাংকের এই কর্মকর্তা।