ঢাকায় লোডভিক ডি ক্রইফ
Comments are closedএশিয়ান কাপের প্লে অফের দুই ম্যাচকে সামনে রেখে সকালে ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রইফ। আগামী ১ মাসের জন্য এই ডাচ কোচকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। চলতি বছরের ২ জুন দুশানবেতে প্রথম লেগের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ৭ জুন ফিরতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাজিকিস্তানের সঙ্গে খেলবে মামুনুল বাহিনী।