ঢাকা কেন্দ্রীয় কারাগারে মতিউর রহমান নিজামী
Comments are closedমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। গতরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এনে নিজামীকে কনডেম সেল রজনীগন্ধায় রাখা হয়। গেল ৫ই মে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আইনি শেষ লড়াইয়ে হারের পর একাত্তরের এই আল বদর নেতার সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে। তিনি ক্ষমা না চাইলে কিংবা চেয়েও প্রত্যাখ্যাত হলে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেবে সরকার। তবে এর আগে নিজামীর রিভিউ আবেদনের আদেশের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করবে আপিল বিভাগ।