ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Comments are closedঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১ হাজার ১৭০ টি আসনের বিপরীতে ৪৩ হাজার ২৩৪ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় প্রবেশপত্র নকল করে অংশ নেওয়ায় এক তরুণকে এক বছর সাজা দেওয়া হয়। আর তাঁকে সহযোগিতা করায় আটক করা হয় আরও এক তরুণকে। দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।