ঢাবি-জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৭
Comments are closedঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের ১৭ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। গতকাল রাতে রাজধানীর তেজগাও ও ধোলায়খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি’র উপ-কমিশনার শেখ নাজমুল আলম আরও জানান, এ সময় আটককৃতদের কাছ থেকে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র, এইচএসসি -এসএসসি পরীক্ষার মূল সনদ,মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলেও উল্লেখ করেন তিনি। একই অভিযোগে গতকাল ভর্তি-ইচ্ছুক চার শিক্ষার্থীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।