তনু হত্যা নিয়ে কথা বলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী
Comments are closedতদন্তাধীন বিষয় জানিয়ে তনু হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, তদন্ত চলছে, এমন বিষয়ে মন্তব্য না করাই উত্তম। তবে, সাংবাদিকদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, তদন্তে যাই পাওয়া যাবে, তা দেশোবাসীকে জানানো হবে। কুমিল্লার সেনানিবাস এলাকায় ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের ১২ দিন পড়েও জড়িত কাউকেই এখন পর্যন্ত সনাক্ত করতে পারেনি আইন-শৃংখলা বাহিনী।