তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
Comments are closedবিশ্বকাপ বাছাই পর্বে তাজিকিস্তানের বিপক্ষে আজ অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ জিতেলই গ্রুপের চতুর্থ স্থানে উঠে আসবে লাল সবুজের দল। গ্রুপে চার নম্বর অবস্থানে থাকলে সম্ভাবনা থাকবে এশিয়ান কাপের বাছাইয়ে সরাসরি গ্রুপ পর্বে খেলার। সন্ধ্যা ৬টায় তাজিকিস্তানের দুশানবের পামির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপুর্ন এই ম্যাচটি। এদিকে গ্রুপে বাংলাদেশ ও কিরগিজস্তানের সঙ্গে ড্র করে পাঁচ ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করেছে তাজিকিস্তান। পরিসংখণ্যানেও এগিয়ে তারা। এ পর্যন্ত তাজিকদের বিপক্ষে খেলা সাত ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ।