তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় আটক ৫
Comments are closedপুরান ঢাকার হোসাইনী দালানে তাজিয়া মিছিলে বোমা হামলা ও আশুলিয়ায় তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করেছেন তারা। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।