তারেকের সমন জারির খবর ৬ এপ্রিলের মধ্যে জানাতে হাইকোর্টের নির্দেশ
Comments are closedদুদকের অর্থপাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের ঠিকানায় পাঠানো আদালতের নোটিশ জারি হয়েছে কি না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতকে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনুয়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ নির্দেশনা জারি করেন। একই সাথে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।