তুরস্কে পিকেকে’র হামলায় ১৫ সেনা নিহত
Comments are closedনিষিদ্ধঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টি-পিকেকে’র হামলায় তুরস্কের অন্তত ১৫ সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে পিকেকে দাবি করেছে, হাক্কারি প্রদেশের ইয়কস কোভা এলাকায় সেনা সদস্যদের গাড়িবহর লক্ষ্য করে রোববার এ হামলা চালায় যোদ্ধারা। এতে অন্তত ১৫ জন সেনা নিহত হয়। সেইসঙ্গে বেশ কিছু অস্ত্র নিয়ে পালিয়ে যায় হামলাকারী। ওই হামলার পর কুর্দিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্কের সেনারাও। তবে এ হামলায় হতাহতের খবর এখনও জানা যায়নি।