তৃতীয়বারের মত শিরোপা জিতল সেভিয়া
Comments are closedইউরোপা লিগে প্রথম দল হিসেবে টানা তৃতীয়বারের মত শিরোপা জিতল সেভিয়া। গতরাতে সুইজারল্যান্ডের বাসেলের সেন্ট জ্যাকব পার্কে প্রতিযোগিতার ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলকে ৩-১ গোলে হারায় স্প্যানিশ এ দলটি। আক্রম-পাল্টা আক্রমনে খেলার প্রথমার্ধের ৩৫ মিনিটে ড্যানিয়েলের গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কেভিন জামেইরোর গোলে সমতায় ফেরে সেভিয়া। এরপর ম্যাচের ৬৪ ও ৭০ মিনিটে ডিফেন্ডার কোকের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইমিরির শিষ্যরা। আর ইউরোপা লিগের এ শিরোপা জয়ের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার টিকেট নিশ্চিত করল সেভিয়া।