তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ দল
Comments are closedজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্কোয়াডে পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত দলই অপরিবর্তিত রাখা হয়েছে তৃতীয় ম্যাচেও। গত ০১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়েন দলের ওপেনার সৌম্য সরকার। তার পরিবর্তে দলে জায়গা পান ইমরুল কায়েস। এছাড়া সাকিব আমেরিকায় চলে যাওয়ায় ডাক পান এনামুল হক বিজয়। এদিকে তিন ম্যাচ সিরিজ ২-০ তে জিতে সিরিজ নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী। আগামিকাল দুপুর একটায় মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে জিম্বাবুয়ে দল।