থাইল্যান্ডের সিরিজ বোমা হামলায় চারজন নিহত
Comments are closedথাইল্যান্ডের বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলায় চারজন নিহত এবং আহত হয়েছেন অনন্ত ১৯ জন। দেশটির পর্যটন এলাকা ফুকেট এবং হুযা হিনসহ দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে গেল ২৪ ঘণ্টায় আটটি বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার পরই দেশটির জান্তা সরকার প্রধান প্রায়ুথ চ্যান-ও-চ্যা বলেন, বিশৃংখলা সৃষ্টি করতেই এমন হামলা। শিগগিরিই হামলাকারীদের খুঁজে বের করার কথাও জানান তিনি। তবে, এখনও, হামলার দায় স্বীকার করেনি কেউ