দলের কাউন্সিল বাধাগ্রস্ত করতে খালোদার বিরুদ্ধে মামলা: নোমান
Comments are closedবিএনপির আসন্ন কাউন্সিলকে বাধাগ্রস্ত করতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার তাদের কাউন্সিল করার রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করতে চায়। জনগণ এ ষড়যন্ত্রের জবাব দেবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।